কোচবিহার

কোচবিহার জেলায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, ঘটনায় আহত যুব তৃণমূল কংগ্রেসের দুই কর্মী

তৃণমূল যুব কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল তৃনমূল কংগ্রেসের বিরুদ্ধে। আহত দুই যুব কর্মী চিকিৎসাধীন কোচবিহার জেলার দিনহাটা হাসপাতালে।  

জানা যায়, শনিবার রাতে দিনহাটা ১ নং ব্লকের গোসানীমারি এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের দুই কর্মীর উপর তৃণমূল কংগ্রেসের হামলার অভিযোগ ওঠে। গোসানিমারী এলাকায় আসন্ন  ঈদের শুভেচ্ছা জানিয়ে তৃণমূল যুব কংগ্রেসের তরফে পেট্রো পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে একটি মিছিল বের হয়। এদিনের এই মিছিল শেষ করে রাতে তৃণমূল যুব কংগ্রেসের দুই কর্মী পাপাই রায় ও নিতাই পদ বর্মন বাড়ি ফিরছিল। অভিযোগ, সেই সময় তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতিরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। শুধু মারধর করা নয়, তাদের মোটোর বাইক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে যুব তৃণমূল কংগ্রেসের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে ভর্তি করে। যদিও এই ঘটনায় ফের প্রকাশ্যে উঠে এলো তৃণমূলের অন্দরের গোষ্ঠী দন্ধ।

এই বিষয়ে অঞ্চল যুব তৃণমূল সভাপতি আব্দুল সাত্তার মিঞা জানান, এদিন এই দুই কর্মী র‍্যালি শেষ করে বাড়ি ফিরছিল। সেই সময় তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতি এই দুই কর্মীর উপর হামলা চালায়। এই মর্মে তারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করবেন বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/uU4dZfVeqOs